Thursday, May 31, 2007

বাংলা লিন্কসমুহ

ব্লগিং প্লাটফর্ম, ডাইরেক্টরী এবং এগ্রেগেটর

* বাঁধ ভাঙার আওয়াজ- হাজারেরও বেশী বাংলা ব্লগ নিয়ে সর্ববৃহত এবং সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগিং প্লাটফর্ম

* এভারগ্রীন বাংলা ব্লগপেচালি আরো দুটি বাংলা ব্লগিং প্লাটফর্ম

* বাংলা ব্লগস্ - বাংলা ব্লগ ডাইরেক্টরী

* বাংলা ইউনিকোড ব্লগ - বাংলা ব্লগ এগ্রেগেটর

বাংলাদেশী ব্লগ:

* উত্স সন্ধানে * ...করি বাংলায় চিত্কার... * ছেঁড়া পাতায় কথামালা * বুঝি কম * আসিফ আহমেদ অনীকের বাংলা ব্লগ * অমি আজাদ * সসংকোচ প্রকাশের দুরন্ত সাহস * আমি এবং আমার পৃথিবী * পুড়ে ছাই ধ্বংসস্তুপ থেকে বেঁচে উঠি পুর্ণবার * রয়েসয়ে * নিরিখ বান্ধিলাম দুই নয়নে...... * বিবর্ণ আকাশ এবং আমি.... * ভয়েস অফ বাংলাদেশী ব্লগারস * এইটা তোমার গান * প্রাত্যহিক ভ্যাজর ভ্যাজর * কবিয়াল * অজ্ঞাতবাস * ধৃসর গোধুলী * সাধক শন্কু * বলো গো * খসড়া কবির খসড়া কবিতা * মোকাবেলা * খিচুড়ী ব্লগ * আড্ডা * আধুলি জমানোর ম্যাচবক্স * দিল কা লাড্ডু * অনন্ত ন্বপ্ন * ..খেরোখাতা.. * যাপিত চীবন * বাংলা ভাষী * সুহ্রদ সরকার
মাহবুব সুমন ও তার অগাবগা বচন

ভারতীয় ব্লগ:

* স্লোগান দিতে গিয়ে * আমার কিছু বক্কা * খোলা জানালা * বিবর্ণ কবিতা * জীবনানন্দ দাশের কবিত


বাংলায় বিবিধ টুলস

7 comments:

আবদুল্লাহ আল মাহবুব said...

www.sumon-mahbubs.blogspot.com

Rezwan said...

যোগ করা হয়েছে।

শামীম said...

খিচুড়ী ব্লগকে অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ। আমার আরেকটা আছে 'পরিবেশ প্রকৌশলীর প্যাচাল' (http://hussainuzzaman2.blogspot.com)।

এছাড়া কয়েকদিন আগে একটা প্রযুক্তি বিষয়ক ইউনিকোড বাংলা ফোরাম খোলা হল ... 'আমাদের প্রযুক্তি' (http://forum.amaderprojukti.com)।

নিঘাত সুলতানা তিথি said...

ব্লগস্পটে ব্লগিং শুরু করেছিলাম গত বছরেই, কিন্তু কন্টিনিউ করা হয় নি। এ বছর এই মাস থেকে আবার শুরু করেছি। এখন বাংলা ব্লগ সাইটগুলো খুঁজি খুব। খুঁজতে খুঁজতে এটা পেয়ে ডানে বাংলাদেশী সাইটে আমার সেদিনের পিচ্চী ব্লগের এড্রেস দেখে খুব মজা লাগলো। অনেক ধন্যবাদ খবর রাখার জন্যে।

Rezwan said...

ধন্যবাদ শামিম ও তিথি।

ডানদিকের সাইডবারে ওয়ার্কিং লিন্কগুলো আপডেট করার চেষ্টা করি নিয়মিত। সেখান থেকে নতুন সাইটের খবর জেনে নেবেন।

মাল্যবান said...

এই ব্লগটি দেখার আমন্ত্রণ রইলো এবং এখানে অন্তর্ভুক্ত করার অনুরোধ।
ধন্যবাদ।

Anonymous said...
This comment has been removed by a blog administrator.