Tuesday, May 22, 2007

পেজফ্লেইকস সম্বন্ধে....

পেজফ্লেইকস হচ্ছে একটি ইন্টারনেট স্টার্ট পেজ যা অনেকটা মাই ইয়াহু, গুগল পার্সোনালাইজড হোমপেজ এবং মাইক্রোসফ্ট লাইভ এর মত। এটিতে আপনার পছন্দমত মডুলস বা ফ্লেকস যোগ করতে পারবেন। আপনাদের সবার জন্যে রয়েছে এতে মজার মজার ফ্লেকস। টেক্সট, ভিডিও, টিভি, রেডিও, আর এস এস ফিড, গুগল মেইল চেকার, ক্যালকুলেটর, ঘড়ি- কি নেই এতে। সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে এটির বাংলা ভার্সন রয়েছে। আপনারা আপনার পাতাটি অন্যের সাথে শেয়ার করতে পারবেন।

এর চিফ টেকনোলজি অফিসার হচ্ছে সামহোয়ারইনের ওমর আল জাবির মিশো। ডেভেলপার টিমে বেশ কয়েকজন বাংলাদেশী রয়েছে এবং বর্তমানে ১৮জন বাংলাদেশী এতে কাজ করছে। ২০০৫ সালে এটি শুরু হয় এবং পেজফ্লেক্স লিমিটেড জার্মানী থেকে এটি পরিচালিত হয়।

আপনার ব্রাউজারে এটি সহজেই সেট করতে পারবেন। মজিলা ফায়ারফক্সে :
Tools--> Options-->Homepage বক্সে
অথবা ইন্টারনেট এক্সপ্লোরারে:
Tools--> InternetOptions-->Homepage বক্সে
যোগ করুনhttp://www.pageflakes.com/।

একটি স্টার্ট পেজ কেমন হতে পারে দেখার জন্য আমার পেজফ্লেকস পাতাটি দেখতে পারেন।

1 comment:

Tanmay Mukherjee said...

Pageflakes er khabor'er jonnye dhonnyobad! Byaparti besh jhokjhoke.Aapnar blog'ti well-architected! Bhalo laglo dyekhe.