Tuesday, July 05, 2005

প্রতিবন্দ্ধকতা

সারারাত ধরে প্রচুর বৃষ্টি । সকালে পথে পথে জমাট জল । নিচে অদৃশ্য ম্যানহোল ভেবে বিব্রত পথচারি ও চালক। জলাবদ্ধ রাস্তায় যানবাহন আটকে যাচ্ছে । প্রচন্ড যানজট । মানুষের চলার উপায় কি? আধুনিক শহর বলে পরিচিত ঢাকার একি দুরবস্থা !