Monday, January 15, 2007

পড়ছি স্মৃতি: ১৯৭১ সিরিজ

পাকিস্তানি ঘাতকবাহিনী ও তাদের দোসররা বাঙালীদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার একটি গুরুত্মপুর্ন দলিল হচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত "স্মৃতি: ১৯৭১ সিরিজ"। ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত এ সিরিজটির প্রথম থেকে ১১তম খন্ড পর্যন্ত (৬ষ্ঠ বাদে) ১০টি আমার ব্যক্তিগত সংগ্রহে আছে। মুক্তিযুদ্ধের সময়কালীন শহীদ মুক্তিযোদ্ধা সাধারন মানুষ ও বুদ্ধিজীবিদের পরিবারের সদস্য ও কাছের মানুষের বর্ননায় তাদের দেশপ্রেম ও কি পরিস্থিতিতে তারা শহীদ হয়েছেন তার মর্মস্পর্শী বিবরন আছে এই বইগুলোতে। কারো যদি পাকিস্তানি হানাদারদের বর্বরতা ও তাদের দোসর রাজাকার-আলবদরদের (প্রায় ৩৫০০০ লোক ইস্ট পাকিস্তান রাজাকার অর্ডিন্যানস দ্্বারা গঠিত) সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে সিরিজটি পড়ে দেখবেন দয়া করে।

দেখবেন রাজাকার শুধুমাত্র বিশেষ রাজনৈতিক মতবাদের অধিকারী নয়, এরা আমাদের আশে পাশেরই লোক, কারো প্রতিবেশী বা ঘনিষ্ঠ সহযোগী। এই ধরনের লোক আজও এদেশে আছে যারা অপরের ভালো সহ্য করতে পারেনা। সুযোগ পেলেই প্রতিহিংসা চরিতার্থ করতে চায়। দেশের উন্নতির চেয়ে ব্যক্তিগত স্বার্থ ও মতবাদ প্রতিষ্ঠাই তাদের কাছে মূখ্য। এদের চেনা অত্যাবশ্যক হয়ে পড়েছে।

আমরা যেন স্বার্থপর না হই। এইসব শহীদদের রক্তদান আমরা যেন ভুলে না যাই।

No comments: