Saturday, September 23, 2006

চাঁদ নিয়েও বিতর্ক: বিশ্বে মুসলিম একতার চিত্র

শুক্রবার দিন রাতে বার্লিনের তিনটি মসজিদ থেকে রোজার সময়সুঁচি পেলাম। মিলিয়ে দেখা গেল তিনটির সময়ই ৩-৪ মিনিট করে ভিন্ন। এবং সাথে সংবাদ, রোজা রোববার থেকে তবে, চাদ দেখা সাপেক্ষে।

সন্ধায় বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশনের মেইল পেলাম যে islam.de তে চাদ দেখা কমিটি জানিয়েছে জার্মানীতে কোথাও চাঁদ দেখা যায়নি। কাজেই রোববার থেকেই রোজা।

রাতে ফোন পেলাম যে বাংলাদেশী মসজিদে তারাবী পড়া হয়ে গিয়েছে, শনিবারই প্রথম রোজা। ইংল্যান্ডেও শনিবার থেকেই রোজা হচ্ছে কারন সৌদি আরবেও কাল থেকে রোজা। এবং ওখান থেকেই ঘোষনা হয়েছে যে পুরো ইউরোপে শনিবার থেকেই রোজা হবে (কোন অথরিটিতে?)। আমি ক্ষীনকণ্ঠে মেইলটির কথা বললাম । তো জবাব পেলাম পাকিস্তানিরা এবং তুর্কিরা রোববার থেকেই রোজা করবে, তবে আমরা বাংলাদেশীরা শনিবার থেকেই করছি। বলাই বাহুল্য তুর্কিরা বার্লিনে জার্মানদের পরই দ্বিতীয় মেজরিটি। পরলাম মহা গ্যাড়াকলে। এক সিনিয়র ভাইয়ের শরনাপন্ন হলাম, তো উনি বললেন, আমি রোজা রাখা শুরু করছি, ভুল হলে একদিন বেশী রোজা রাখা হবে ।আমি চিন্তা করতে লাগলাম যে আমি একদিন ঈদ করব আর আমার প্রতিবেশী একদিন ঈদ করব ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর যাই হোক দেশে এই সমস্যার মুখোমুখি হইনি।আমেরিকাতেও একই সমস্যা রয়েছে।

এই ব্লগ পরে জানলাম যে একদল এ ব্যাপারে সেীদি আরবের অন্ধ সমর্থক, কারন তারাই নাকি ইসলামের ধারক ও বাহক। আর আরেকদল চাঁদ দেখার উপরই গুরুত্ব দেয়। এ নিয়ে দুপক্ষের বিবাদে আলাদা মসজিদ বানিয়ে নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর নজীর রয়েছে।সৌদি আরব ও কিছু মুসলিম দেশ একটি স্যাটেলাইট পাঠানোর উদ্দোগ নিয়েছে যার মাধ্যমে চাদ দেখাটা আরও বৈজ্ঞানিক ভাবে করা যাবে। বর্তমান পদ্ধতিতে আকাশে মেঘ থাকলে চাঁদ দেখায় ভুল হবার সম্ভাবনা থাকে। কিন্তু আমার সন্দেহ আছে অনেককিছুর মতই সব মুসলমানেরা তা মানবে কিনা। আপনারা যেদিনই রোজা শুরু করেন সবার জন্যেই রইল শুভেচ্ছা ।

No comments: