Thursday, September 14, 2006

ক্ষৌরকর্মের কথকতা

ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পুরুষদের একটি নিত্য কর্ম হচ্ছে সেভ করা। আমার প্রথম সেভিং কিট ছিল আব্বারটা (অবশ্যই লুকিয়ে)। আলাদা ব্লেড ঢুকিয়ে তখন করতে হতো। সেভেন ও ক্লক ব্লেড ইউজ করতাম। তারপর আমি প্রকাশ্যে ক্ষৌরকর্ম শুরু করলাম জিলেটের টুইন ব্লেড সিস্টেম দিয়ে। আব্বাকে একজন গিফট করেছিল কিন্তু উনি ব্যবহার করেনি। এটির ব্যবহারের সহজতাতে মুগ্ধ ছিলাম। তখন থেকেই জিলেটের প্রেমে পরা। এরপর সময়ের সাথে কত ব্রান্ড বদলানো হলো - জিলেট টু, কনটর, সেনসর, সেনসর এক্সেল, ম্যাক 3, ম্যাক 3 টারবো। মাঝখানে বিপদে পরে দু একবার অন্য ব্যান্ডের ডিসপোজেবল রেজর ট্রাই করেছি। কিন্তু ভাল লাগেনি। উইলকিনসন সোর্ডের কোয়াট্রর (চার ব্লেড) দিকে আড় চোখে তাকালেও কোন কারনে জিলেটের কাছে এখনও বিবাহিতের মতই বিশ্বস্ত। ম্যাক 3 টারবোতে এসে কেন যেন আটকে গেছি প্রায় তিন বছর। জিলেটের বিজ্ঞাপন The best a man can get মনে হয় প্রানে গেঁথে আছে।

সম্প্রতি জিলেট ফিউসন নামে একটি নতুন রেজর বেরিয়েছে। এটির সামনের দিকে পাঁচটি ব্লেড ও পিছনের দিকে একটি প্রেসিশন ব্লেড জুলফি কাটার জন্যে। কিন্তু আমার এখনি কিনতে ইচ্ছে করছেনা । মনে একটি প্রশ্ন জেগেছে: ব্লেডের সংখা বাড়াই কি প্রযুক্তির উৎকর্ষতার লক্ষন?

No comments: