Thursday, February 01, 2007

ভাল ও মন্দের বিষয়ে

-মূল কাহলিল জিব্রান

তোমাদের মধ্যে যা-যা ভাল, তা নিয়ে বলতে পারি শুধু
মন্দের বিষয়ে কিন্তু নয়।
'মন্দ' কি আসলে নয় নিপীরিত 'ভালো'
অন্তর্নিহিত তার ক্ষুধা ও তৃষ্নায়?
ক্ষুধার্ত 'ভাল'ই কিন্তু অন্ধকার গুহা থেকে খাদ্য খুঁজে নেয়
অপেয় জল সে পান করে নেয় আকন্ঠ তৃষ্নায়।

প্রানপন চেষ্টা করে যখন বিলিয়ে দাও যা-কিছু তোমার
তুমি ভাল অবশ্যই ভালো ।
তা বলে যখন তুমি নিজের জন্যে কিছু লাভ খোঁজ
তুমি মন্দ নও।

পুর্ন সচেতনতায় যখন বলছ তুমি কথা
তুমি ভাল, অবশ্যই ভালো।
তা বলে যখন ঘুমে অকারনে জিভ নড়ে ওঠে
তুমি মন্দ নও।
এমন কি হোঁচট-খাওয়া কথা
দুর্বল জিহ্বাকে সুস্থ করে তোলে কখনও কখনও।

যখন নির্দিষ্ট লক্ষ্যে চলে যাচ্ছো দৃঢ় পদক্ষেপে
ভালো তুমি, অবশ্যই ভালো।
তা বলে যখন তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো সেই দিকে
তুমি মন্দ নও!
খুঁড়িয়ে হাঁটছে যারা তারাও পশ্চাদবর্তী নয়।
কিন্তু দেখো, তোমরা যারা সমর্থ ও দ্রুতগামী
খোঁড়া দেখে খুঁড়িয়ে হেটো না-
এমন দয়ার কোনো প্রয়োজন নেই।

কতো যে অজস্রভাবে ভালো তুমি হতে পারো!
তা বলে যখন ভালো নও তুমি
মন্দও তো নও কোনও মতে।
শুধু কিছু দেরী হচ্ছে খানিকটা অলস তুমি বলে ।

নিজের মধ্যে এক বিরাট আকাঙ্খায় যাবতীয় ভালো
শায়িত রয়েছে;
আকাঙ্খা বিরাজ করছে তোমাদের সবার মধ্যেই
কারো ভেতর এর তীব্রতা স্রোতের মতোন
কারো ভেতরে এই আকাঙ্খার নদী গতিহীন।

(সংক্ষেপিত) - অনুবাদ অজিত মিশ্র

No comments: