Thursday, April 06, 2006

মধ্য ইউরোপে বন্যা

এই বছর অতিরিক্ত বরফপাত এবং বসন্তের শুরুতেই অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত এর জন্যে মধ্য ইউরোপে বন্যা দেখা দিয়েছে । উচু পাহাড়ের বরফ দ্রূতহারে গলে যাওয়ায় দানিউব ও এলবে নদী উপচে প্রচুর এলাকা প্লাবিত হয়েছে । চেক রিপাবলিকে সাতজন এবং স্লোভাকিয়ায় দুজন মারা গিয়েছে ।

টিভিতে জার্মানীর স্যক্সনি প্রদেশের বন্যার প্রকোপ দেখছিলাম । বন্যার দেশ থেকে আসা আমারতো দৃশ্যগুলো অপরিচিত নয় । তবে বুঝলাম যে বেশ ক্ষতি হয়েছে কারন সম্পদ যত আধুনিক তার মুল্যও তত বেশি । অবশ্য অনেকেরই ইনসুরেনস করা আছে এবং রাট্ট্র বলেছে পুনর্গঠনে সাহায্য করবে । ভাবলাম আমাদের দেশে কবে দুর্গতদের এরকম সাহায্য আশা করা যাবে?

ধনী দেশ হোক আর গরীব দেশ হোক প্রকৃতির ভয়াল থাবার কাছ থেকে কারুরি রেহাই নেই । আমাদের দেশে যদি প্রতি বছর বন্যা না হতো তাহলে আমাদের দেশ নিশচয়ই অর্থনৈতিকভাবে আরেকটুু উন্নত থাকত ।

No comments: