প্রতিবন্দ্ধকতা
সারারাত ধরে প্রচুর বৃষ্টি । সকালে পথে পথে জমাট জল । নিচে অদৃশ্য ম্যানহোল ভেবে বিব্রত পথচারি ও চালক। জলাবদ্ধ রাস্তায় যানবাহন আটকে যাচ্ছে । প্রচন্ড যানজট । মানুষের চলার উপায় কি? আধুনিক শহর বলে পরিচিত ঢাকার একি দুরবস্থা !
টুকিটাকি ভাবনাগুলো
সারারাত ধরে প্রচুর বৃষ্টি । সকালে পথে পথে জমাট জল । নিচে অদৃশ্য ম্যানহোল ভেবে বিব্রত পথচারি ও চালক। জলাবদ্ধ রাস্তায় যানবাহন আটকে যাচ্ছে । প্রচন্ড যানজট । মানুষের চলার উপায় কি? আধুনিক শহর বলে পরিচিত ঢাকার একি দুরবস্থা !
Posted by
Rezwan
at
12:14 PM
0
comments
আছি ৷
বড্ড জানান দিতে ইচ্ছে করে, আছি,
মনে ও মগজে গুন গুন করে
প্রণয়ের মৌমাছি ৷
*************************
কোনোদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,
'চলো, যেদিকে দুচোখ যায় চলে যাই
যাবে?'
*************************
তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা,
তুমি কি আর অসাধারন? তোমার যে যন্ত্রণা
খুব মামুলী, বেশ করেছো চুুর সুদর্শনা
আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা৷
*************************
আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে,
মানুষের কাছে এওতো আমার এক ধরনের ঋণ৷
এমনই কপাল আমার
অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে৷
*************************
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিঁয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে৷
Posted by
Rezwan
at
5:57 PM
0
comments
Labels: কবিতা
আজ আমার খুব উদাস লাগছে । আবহাওয়াটা কেমন যেন । বাইরে কাঠ ফাটা রোদ্দুর । অফিসের ভিতরে শীততাপ নিয়ন্ত্রন যন্তর কাজ করছে কিনতু আমার মনকে ঠান্ডা রাখতে পারছে না । খালি মনে হচ্ছে আমি এসব কি করছি কেন করছি । যদি হতাম একটি পাখি তাহলে মেঘের দেশে খালি ঘুরে ঘুরে বেরাতাম । কোন চিন্তা থাকতোনা ভাবনা থাকতোনা । খালি দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরাতাম ।
Posted by
Rezwan
at
5:13 PM
0
comments
Labels: ডায়রি
If you do not see Bangla
ব্লগিং প্লাটফর্ম:
ডাইরেক্টরী ও এগ্রেগেটর:
ভারতীয়: