Sunday, July 23, 2006

ধর্ম না জাতীয়তা কোনটি আগে?

একটি খুবই ইন্টারেস্টিং সার্ভের রেজালট (পিউ রিসার্চ সেন্টার) শেয়ার করছি। বিষয়বস্তু হচ্ছে মানুষের পরিচয়ে কোন বিষয়টি গুরুত্বপুর্ন, ধর্ম না জাতীয়তা । মুসলমান এবং ক্রিশ্চিয়ান দুই জনগোষ্ঠীর মধ্যেই এটি পরিচালনা করা হয়েছিল ।

সবচেয়ে বেশী মুসলিম আইডেন্টিটি প্রেফার করে দ্্বি-জাতিতত্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানের মুসলমানরা (87%) । মুসলমান মেজরীটি দেশেগুলোর মধ্যে সবচেয়ে কম গনতান্ত্রিক ইন্দোনেশিয়ার 36% লোকের কাছে মুসলিম আইডেন্টিটি গুরুত্বপুর্ন । আর একই দেশের39% লোকের কাছে জাতীয়তা গুরুত্বপুর্ন।

উল্লেখযোগ্য হচ্ছে সব দেশের ক্রিশ্চিয়ানদের মধ্যেই জাতীয়তা ধর্মের থেকে গুরুত্বপুর্ন ।

এখন বাংলাদেশীদের কাছে কোনটি গুরুত্বপুর্ন? বাংলাদেশ কোনটি হতে চায় সমস্যা সনকুল পাকিস্তান না উন্নয়নশীল ইন্দোনেশিয়া?

No comments: