Wednesday, August 09, 2006

ঘরে ফেরার ডাক


প্রবাসী ডাক্তার রুমীর কল্যানে আমার একটি ভিডিও দেখা হলো। ভিডিওটি তৈরি করিয়েছেন স্কোয়ার গ্রুপের তপন চৌধুরি আমেরিকায় অবস্থিত বাংলাদেশী ডাক্তারদের জন্য । প্রবাসীদের দেশে উপযুক্ত কর্মসংস্থান নিয়ে ফিরে আসার জন্য আকুতি আছে এই ভিডিও ক্লিপটিতে । মন খারাপ হয়ে যায় ভিডিওটি দেখলে । এটি দেখে স্থায়ীভাবে বিদেশে বসবাসরত কোন বাংলাদেশী কি ভবিষ্যতে দেশে ফিরে আশার সিদ্ধান্ত নেবে?

লিংক

No comments: