Monday, August 07, 2006

বাংলাদেশী জাতীয়তা: বৈষম্যভিত্তিক আইন

বাংলাদেশী জাতীয়তা সংক্রান্ত একটি বৈষম্যমুলক আইন বিদ্যমান এখনও এদেশে ।

একজন বাংলাদেশী পাসপোর্ট হোলডার বাংলাদেশী ভদ্রলোক যদি একজন বিদেশিনীকে বিয়ে করেন তবে সেই স্ত্রী এবং ওনার বিদেশে হওয়া যে কোন সন্তান স্বাভাবিকভাবেই বাংলাদেশী নাগরিকত্ব পাবেন ।

কিন্তু পাসপোর্ট হোলডার যদি মহিলা হন তাহলেই বাধবে গোল । তিনি তার নাগরিকত্ব তার সন্তান বা জামাইকে transmit করতে পারবেন না । কি ভয়নকর? বাংলাদেশী মহিলার সন্তান বাংলাদেশী হতে পারবে না বাবা অন্য দেশের বলে । বাংলাদেশে বার্থ সিটিজেনশীপ আইন সঠিক কিরকম জানিনা তবে শুনেছি সেইক্ষেত্রেও বাবার জাতীয়তা গুরুত্ব পুর্ন ।

কিরকম পিতৃতান্ত্রিক আইন ভেবে দেখেছেন?

হামিদা হোসেইন এক সেমিনারে বলেছেন:

The Bangladesh Citizenship Act, 1951 and The Bangladesh Citizenship (Temporary Provisions) Order 1972, deprive women of equal rights in citizenship. The prescription that the right of citizenship be passed on to children from father and grandfather is clearly inconsistent with constitutional guarantees of equality in Article 28(1 & 2). Although Article 6 of the Constitution states that citizenship will be determined and regulated by law, but its intention cannot be to create different classes of citizenship.

No comments: