উর্দুতে বন্দনা করা এটি কার বাংলাদেশ?
ইসলামিক টিভিতে এবারের বিজয় দিবস উদযাপন করা হয় বাংলা, উর্দু ও ইংরেজী মেশানো একটি অদ্ভুত গান দিয়ে। এও দেখার দিন আসল উর্দুতে আমাদের একাত্তরের কথা শুনতে হয়!
আমার এটিই জানার ইচ্ছা আমাদের দেশে উর্দু ভাষাকে কেন এখনও আমল দেয়া হচ্ছে? কেন মাদ্রাসায় এখনও উর্দু শেখানো হয়? ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করতে উর্দু জানা লাগে? আমাদের দেশে উর্দু শিখে কার কি লাভ হবে?
(সূত্র: আনহার্ড ভয়েসেস )
প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন
No comments:
Post a Comment