Friday, August 24, 2007

লেক জেনেভা


ছবিটি যেখানে তোলা হয় তার পাশেই ছিল মেরী শেলির বাড়ী। উনি সেখানে বসেই নাকি ফ্রান্কেনস্টাইন উপন্যাসটি লিখেছেন। এরুপ সৌন্দর্যের মাঝে থেকে এমন ভীতিকর উপন্যাস লেখাটি বড়ই আশ্চর্যজনক। আর পেছনেই ছিল নামকরা কলোনী (cologny) পাড়া যেখানে বিশ্বের সব ধনীরা বাড়ী কিনে থাকতে পছন্দ করেন।

3 comments:

Anonymous said...

ছবিটি অবিকল আমার বাসার পাশের লেকের দৃশ্যের মতো,পাহাড়ের গা ঘেষে লেক। তবে, এমন র‌্যান্চহাউজের মতো নির্জন নয়! যত দামী এলাকাই হোক, এমন বিচ্ছিন্ন একটি বাড়িতে সময় কাটাতে হলে আমিও ভীতিকর গল্প/উপন্যাস লিখতাম :(

ছবি শেয়ারের জন্য ধন্যবাদ।



উইকএন্ডে ভ্রমন ভালো হয়েছে আশা করি!

Tareq Nurul Hasan said...

রেজওয়ান ভাই,
লিঙ্গুয়াতে লিখতে পারছি না বলে আমি সত্যিই দুঃখিত! সদিচ্ছা আছে, কিন্তু সময়ের বড়ই অভাব। এমনকি ব্লগিং-ও বন্ধ দীর্ঘদিন ধরে!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.