Tuesday, May 16, 2006

পডকাস্ট

আপনারা অনেকেই হয়ত পডকাস্ট (http://en.wikipedia.org/wiki/Podcast) সম্পর্কে জানেন । এটি হচ্ছে ব্লগের মত একটি Web 2.0 টুল যা মুলত মালটিমিডিয়া দিয়ে তৈরি । অডিও ব্লগ বা ভিডিও ব্লগ হচ্ছে পডকাস্ট এর বিভিন্ন মাধ্যম ।

আমার মতে বাংলা ব্লেগর মত অডিও ব্লগও আমরা সহজেই তৈরি করতে পারব । শুধু দরকার একটি মাইক্রোফোন, মালটিমিডিয়া এনাবলড কমপিউটার ও কিছু ফ্রি সফটওয়ার । ভিডিও ব্লগের জন্য দরকার ভিডিও ক্যামেরা ও অনেক ব্যান্ডউইথ যা বাংলাদেশে পাওয়া কঠিন ।

আপনারা অতনুর প্রথম বাংলা অডিও পডকাস্টটি শুনুন (http://tmiac.podomatic.com/) । আশা করি অনেকেই উদ্বুদ্ধ হবেন ।

No comments: