Thursday, September 06, 2007

বাংলাদেশে আইটি শিক্ষার বর্তমান অবস্থা


সাকিবের ব্লগ থেকে আমি উচ্চ মাধ্যমিক টেক্সট বই থেকে দুটো অংশের ছবি তুলে ধরছি। আমি হতভম্ব এইসব ভুলে ভরা বিষয়গুলো আমাদের ছাত্র-ছাত্রীদের পড়তে হচ্ছে এই দেখে। এগুলো নাকি আবার টেক্সটবুক বোর্ড কর্তৃক অনুমোদিত। বইগুলো যারা লিখে তারা মুখস্তবিদ্যা ও গতানুগতিক শিক্ষাপদ্ধতির বাইরে চিন্তা করতে পারেনা। সাকিব লিখেছে যে তার এইচএসসি জীবনে একবারই কম্পিউটার ল্যাবে গিয়েছে এবং শিক্ষক তাকে শিখিয়েছে এমএস ওয়ার্ডে কি করে ফাইল সেভ করতে হয়। প্রাকটিকাল পরীক্ষার নাম্বারের জন্য কোচিং ক্লাস বা বিভিন্ন উপায়ে শিক্ষক কর্তৃক টাকা নেয়া তো নিত্যনৈমিত্তিক ঘটনা।

এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি বা আইটি সাংবাদিকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন না কেন?

প্রথম প্রকাশ সামহোয়ার ইন