Tuesday, April 25, 2006

ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব?

আপনারা যারা When Harry Met Sally ছবিটি দেখেছেন তারা হয়ত তর্ক করবেন যে এটা সম্ভব নয় । হ্যারী ও স্যালী যদিও অনেক বছর ধরে চেষ্টা করেছে তাদের বন্ধুতের ্বসম্পর্ককে টিকিয়ে রাখতে যৌনতাবিহীনভাবে কিন্তু শেষ পর্যন্ত তারা পারে না ।

আবার যারা Lost in Translation ছবিটি দেখেছেন তারা মানবেন যে একটি ছেলে এবং একটি মেয়ে এক বিছানায় সারারাত গল্প করে কাটাতে পারে কোনরুপ শারীরিক আকর্ষন দ্্বারা বিঘনিত না হয়ে ।

আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে অনেকেই হয়ত মানতেই চাইবেনা যে ছেলে আর মেয়ের মধ্যে প্রেমহীন বন্ধুত্ব সম্ভব । আমি অনেক তথাকথিত প্রগতিশীল মানুষকেও দেখেছি ছেলে-মেয়ে সম্পর্ক নিয়ে মুখরোচক মন্তব্য করতে । এর জন্যে হয়ত অনেক ভাল বন্ধুতেরই অকাল পরিসমাপ্তি ঘটে । কিন্তু সামাজিক ও ধর্মীয় অনুশাষনের মধ্য দিয়েও এরুপ বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব । আমরা কি একটু উদারভাবে চিন্তা করতে পারিনা?

আপনারা কি ভাবছেন এ নিয়ে?

Thursday, April 06, 2006

মধ্য ইউরোপে বন্যা

এই বছর অতিরিক্ত বরফপাত এবং বসন্তের শুরুতেই অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত এর জন্যে মধ্য ইউরোপে বন্যা দেখা দিয়েছে । উচু পাহাড়ের বরফ দ্রূতহারে গলে যাওয়ায় দানিউব ও এলবে নদী উপচে প্রচুর এলাকা প্লাবিত হয়েছে । চেক রিপাবলিকে সাতজন এবং স্লোভাকিয়ায় দুজন মারা গিয়েছে ।

টিভিতে জার্মানীর স্যক্সনি প্রদেশের বন্যার প্রকোপ দেখছিলাম । বন্যার দেশ থেকে আসা আমারতো দৃশ্যগুলো অপরিচিত নয় । তবে বুঝলাম যে বেশ ক্ষতি হয়েছে কারন সম্পদ যত আধুনিক তার মুল্যও তত বেশি । অবশ্য অনেকেরই ইনসুরেনস করা আছে এবং রাট্ট্র বলেছে পুনর্গঠনে সাহায্য করবে । ভাবলাম আমাদের দেশে কবে দুর্গতদের এরকম সাহায্য আশা করা যাবে?

ধনী দেশ হোক আর গরীব দেশ হোক প্রকৃতির ভয়াল থাবার কাছ থেকে কারুরি রেহাই নেই । আমাদের দেশে যদি প্রতি বছর বন্যা না হতো তাহলে আমাদের দেশ নিশচয়ই অর্থনৈতিকভাবে আরেকটুু উন্নত থাকত ।